বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার(০৩-০৫-১৮) সকালে উপজেলার আড়ানী পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আড়ানী চকরপাড়া গ্রামের মসলেম উদ্দীনের ছেলে মাসুদ রানা (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপ-পরিদর্শক (এস.আই) মুঞ্জুরুল হক বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/নজ