বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় ৯ দিন আগে আম নিয়ে উধাও হওয়া ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-০৯৬৪) অবশেষে আটক করা হয়েছে। আম ছাড়াই ট্রাকটি আটক করা হয়। চালক ও হেলফারকেও পাওয়া যায়নি। মঙ্গলবার (১০-৭-১৮) রাতে পাবনার বেড়া থানা থেকে ওই ট্রাকটি বাঘা থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, গত ২জুলাই,উপজেলার জোতরাঘব বাজার থেকে ৫লক্ষ টাকা মূল্যের ৪’শ ৭৯ ক্যারেট ভর্তি আমের চালান নিয়ে ফেনী জেলার উদ্দেশ্য রওনা দেন.ওই ট্রাকের চালক আরিফ। ট্রাক মালিক রায়হান আলীকে বিষয়টি অবগত করে ৩৭ হাজার ৩৬২ টাকায় ভাড়া করেন, জেলা ট্রাক বন্দোবস্তকারি শ্রমিক ইউনিয়ন, বাঘা থানা শাখার পরিচালক আজিজুল আলম।
তিনি জানান,ট্রাকটি আম নিয়ে পরেরদিন (৩জুলাই) ফেনীর নির্ধারিত আড়তে পৌঁছানোর কথা থাকলেও সেখানে পৌঁছেনি। পরে
চালকের সাথে মুঠোফোনে কথা হলেও পরে তার ফোনটি বন্ধ করে দেন। মালিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন বন্ধ করে দেন। এতে নিশ্চিত হন,ওই ট্রাকের আম বিক্রি করে মালিক ও চালক সমুদয় টাকা আত্নসাৎ করেছে। পরে খোঁজ নিয়ে ট্রাকটির সন্ধান পান। ট্রাকটি আটকের জন্য পাবনা পুলিশ সুপার,জেলার বেড়া থানা ও বাঘা থানায় পৃথক পৃথক অভিযোগ করেন। বেড়া থানা পুলিশ থানা এলাকার নদীর পাড় থেকে প্রথমে ট্রাকটি আটক করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান বলেন, মঙ্গলবার(১০-৭-১৮) রাতে বেড়া থানা থেকে ট্রাকটি তার থানায় নিয়ে আসেন। মালিক ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন