বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আগুনে পুড়িয়ে মারা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম আরিফ হোসেন। সে উপজেলার পূর্ব ভারতিপাড়া গ্রামের মহির উদ্দীনের ছেলে। বৃহসপতিবার সন্ধায় নিজ বাড়ির ৫’শ গজ পশ্চিমে রুহুল আমিন ও আনোয়ার হোসেনের আম বাগানের মাঝখানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে স্থানীয় ভোকেশনাল স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল। অভাবের কারণে সেটিও বন্ধ হয়ে যায়।
আরিফের পিতা মহির জানান, মানুষের কাছে সাহায্যের জন্য বৃহসপতিবার সকালে গ্রামে যান। দুপুর পরে বাড়িতে ফিরে আসেন। বিকেল আনুমানিক ৮টায় গ্রামের এক ছেলের মাধ্যমে জানতে পারেন আরিফের লাশ খালের মধ্যে পড়ে থাকতে দেখেছে। এছাড়াও গ্রামের রশেনা নামের এক নারিও মাঠের ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে আরিফের লাশ দেখে সনাক্ত করেছে। খবর পেয়ে সেখানে গিয়ে আগুনে পুড়ানো ছেলে আরিফের লাশ সনাক্ত করেন। গ্রামের লোকজন বিষয়টি জানার পর পুলিশকে খবর দেয়। তিনি জানান, আগের দিন বুধবার সন্ধ্যায় তার সাথে মুরগী জবাই করে দিয়ে এলাকার রুস্তমপুর বাজারে যায় আরিফ। পরে রাতে আর বাড়িতে ফেরেনি। ধারনা করছিলেন,নানি অথবা বোনের বাড়িতে গিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ মহসিন আলী জানান, শরীরে পরিধেয় কোন বস্ত্র ছিলনা। কেরোসিন অথবা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন। পুড়ানো লাশটি বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের মা আছিয়া বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখবেন বলে জানান ওসি। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার রহস্য জানা যাবে।
খবর২৪ঘণ্টা, জেএন