বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে একটি ভস্মিভূত হয়েছে। এই অগ্নিকান্ডে দুইটি ছাগলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনিগ্রাম টগরপাড়া গ্রামের আব্দুল গনির বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক আবদুল গনি জানান, এই অগ্নিকান্ডে দুটি ছাগল, ঘরের আসবাবপত্রসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া একটি ঝলসানো ছাগল উদ্ধার করা হয়েছে।
রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে ধারণা করছেন বাড়ির মালিক আবদুল গনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ