বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পদ্মায় ডুবে নিখোঁজের ১দিন পর নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা দিকে আলাইপুর সাবু কানার ঘাটের আধা কিলোমিটার দক্ষিনে নিখোঁজ ওহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বুধবার নদীর ওপারে আতারপাড়া চরে ঘাস কেটে এপারে সাঁতরে বাড়ি ফেরার পথে আলাইপুর সাবু কানার ঘাটে নদীর সাঁতরিয়ে ডুবে নিখোঁজ হয়
ওহিদুল। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন বৃহস্পতিবার তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। ওই ঘাটের কালাম মাঝি বিষয়টি নিশ্চিত করেন। সে উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে। পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, ডুবুরি আসার আগেই স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেছে।
এমকে