৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ও চতুর্থধাপে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল চার পর্যন্ত। ভোট গ্রহণ শেষে গণণা করা হয়।
এরপর রাত সাড়ে ১০টার দিকে দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে বাঘা উপজেলায় মোটরসাইকেল প্রতিক লায়েব উদ্দিন লাভলু ও চারঘাটে মোটরসাইকেল প্রতিক কাজী মাহমুদুল হাসান মামুন বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বাঘা উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪০৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকনুজ্জামান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩২হাজার ২৯৯ ভোট।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাঘা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম এ উপজেলার বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
এদিকে চারঘাট উপজেলায় তিনজন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতিক নিয়ে মাহমুদুল হাসান মামুন ৩২ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফকরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪১ ভোট। এছাড়াও গোলাম কিবরীয়া ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১০ ভোট। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদা খানম এ উপজেলার বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
বিএ..