নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা, দোকান ও বাড়িঘর ভাংচুর, লুটপাট এবং যানবাহনে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার সময় বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে তেলপাম্প থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘা বাজারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াত শিবির কর্মীরা নারায়ে তাকবির আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দা বাদ জিন্দা বাদ। বাউসাতে হামলা কেনো প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেনো প্রশাসন জবাব চাই, সন্ত্রসীদের বিরুদ্ধে ডায়রেক্ট একশান। দিয়েছিত রক্ত আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ইসরায়েল যেমন ফিলিস্তিনে রমজান মাসে হামলা চালিয়েছে। তেমনি সন্ত্রাসীরা আমাদের রোজাদার ভাইদের উপর হামলা চালিয়েছে। আমরা তাদের হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছি। প্রশাসন গড়িমসি করছে৷ প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আমাদের হয়রানি করছেন। যদি ব্যাবস্থা না নেন পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আপনাদের এর দায় নিতে হবে। অতি দ্রুত এই হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানান বক্তারা৷
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামায়তে ইসলামী রাজশাহী জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌরসভার সাবেক আমির অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়ের সেক্রেটারি ইউনুস আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি মো রুবেল আলী, সেক্রেটারি আব্দুর রবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে (২০ মার্চ) বাউসা ইউনিয়ন পরিষদের সামনে টিসিবি, ভিজিডি কার্ড–বাণিজ্য, তথ্যসেবাকেন্দ্রের চাঁদাবাজিসহ সব ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ইউনিয়ন জামায়াতের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমির মজিবর রহমান, সেক্রেটারি সামশুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে উপজেলার সেক্রেটারি ইউনুস আলী, ইউনিয়নের যুব সভাপতি মহিদুল ইসলাম, ওয়ার্ড কমিটির সভাপতি মিজানুর রহমান, ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি তরিকুল ইসলামসহ জামায়াতের সমর্থকেরা ফেস্টুন-ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে জামায়াতের নেতারা বলেন, এ দেশে কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। চাঁদাবাজমুক্ত দেশ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। এ দেশের মানুষ ন্যায্য অধিকার ফিরে পাক। মানববন্ধনের শেষে পেছন থেকে মিছিল নিয়ে হামলা করে রেজাউলেন নেতৃত্বে স্থানীয় বিএনপি। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন জামায়াত। পরে বিষযটি থানায় মিমাংসা হয়। পূণরায় গত ৩০ মার্চ হামলার শিকার হন শিবিরের ৫ নেতা। তাদের মধ্যে দুইজন বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিএ..