নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় ঝুলন্ত অবস্থায় তানভীর আহম্মেদ(২২) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টায় বাড়ির পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কলিগ্রাম এলাকার জাফর ইকবালের ছেলে ও শাহদৌলা সরকারি কলেজের ডিগ্রীর ছাত্র।
জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে প্রতিবেশি এক গৃহবধূ বাড়ির পাশের এক আম গাছে গলায় মাফলার জড়ানো তানভিরের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি বাঘা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, লাশ উদ্ধার হওয়া কলেজ ছাত্র মাদক সেবন করতো। পরিবারের লোকজন তাকে শাসন করলেও সে ছাড়েনি।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এমকে