বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকররা গ্রামের মৃত খেজমতুল্যাহ মন্ডল এর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরর গত রোববার রাত সাড়ে বারটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে— রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে ও তিন স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা এগারো ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইয়ানুছ আলী, বয়েন উদ্দিন, বাগমারা থানার ওসি(তদন্ত) আফজাল হোসেন প্রমূখ। এ দিকে মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক।
খবর২৪ঘন্টা/নই