বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৮৩ জন কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা। শনিবার উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দয়ারামপুর বন্ধু একাদশ এ সংবর্ধনা প্রদান করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন। ম্যানেজিং কমিটির সভাপতি আনসার আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুবীধ কুমার মৈত্র, ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মিঠু, চলন নাটুয়ার সভাপতি ফারুখ হোসেন, গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার আঃ রাজ্জাক, বন্ধু একাদশের সভাপতি আতিকুর রহমান। চলন নাটুয়ার সহ-সভাপতি আঃ আওয়ালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক এসকেন আলী, প্রধান শিক্ষক হাসান আলী গাজী, শিক্ষক হাসান মোর্সেদ প্রমুখ। শেষে কৃতি শিক্ষার্থীদের সৌজন্যে বাল্যবিয়ে প্রতিরোধে নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ