বগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ২০১৭-১৮ অর্থ বছরের নতুন বরাদ্দকৃত বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমীর হল রুমে এই বই বিতরন করা হয়। নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম ৫৪৭ জন ভাতা ভোগীদের হাতে এ বই তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার মূখার্জী, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসএম সাদেকুর রহমান, ওসি তদন্ত স্বপন কুমার চৌধরী, সমাজসেবা অফিসার রেজাউল করিম প্রমুখ। জানা যায় এই অর্থ বছরে বয়স্ক ৩১৩ জন, বিধাব ১৬৪ জন ও প্রতিবন্ধী ৭০ জনের মাঝে এই বই বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন