বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাল্য বিয়ে না দেয়ার শপথ নিলেন তিন শতাধিক শিক্ষার্থীর মা অভিভাবক। মঙ্গলবার দুপুরে চাঁদপুর রফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে এ শপথ নেন ।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু সমাবেশে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের মায়েদের বাল্য বিয়ের সুফল ও কুফল সম্পর্কে অবহিত করেন ও তাদের ছেলে মেয়েদের বাল্য বিয়ে না দেয়ার শপথ বাক্য পাঠ করান ।
এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম । এসময় তিনি বলেন, মায়েরাই আমাদের সমাজের মূল চালিকাশক্তি। সন্তানদের পড়ালেখার খেয়াল রাখার পাশাপাশি তারা যেন কোন জঙ্গীবাদ বা মাদকে ডুবে না যায় সেদিকে নজর দিতে মায়েদের প্রতি তিনি আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী মন্ডল প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ