বাগাতিপাড়া প্রতিনিধি: জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রোকমানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাঁকা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য জালাল উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর –বাগাতিপাড়া) আসনে মনোনয় প্রত্যাশী শহিদুল ইসলাম বকুল।
পাঁকা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আকাশ আহম্মেদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের গন্থাগর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ,উপজেলা বঙ্গবন্ধু পেশাজিবী পরিষদের সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি শামসুজ্জামান মোহন,লালপুর তাঁতীলীগের সভাপতি আব্দুল মান্নান,দয়ারামপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রান্টু, বাগাতিপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বিপ্লব কুমার বিপু প্রমুখ। এছাড়াও স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ