বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামীসহ ৭ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার বিভিন্ন সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২০১৮ সালের চেক ডিজঅনারের পৃথক মামলায় ৬ মাসের করে সাজাপ্রাপ্ত দয়ারামপুর মিশ্রিপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রাকিয়া বেগম (৩৫), একই গ্রামের বিরাজ আলীর স্ত্রী সায়মা বেগম (৪০), চেক ডিজঅনারের অপর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত চকগোয়াশ গ্রামের আফছার আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে বুধবার বিকালে আটক করে থানা পুলিশ।
এছাড়া উপজেলার স্বরাপপুর এলাকা থেকে ওই গ্রামের মৃত ছহির আলীর ছেলে শামীম আলী (৩৫)কে ২২ পিস ইয়াবাসহ এবং ওয়ারেন্টভুক্ত আসামী হিজলি পাবনাপাড়ার আকবরের ছেলে জনি (২৪)কে বুধবার রাতে আটক করে পুলিশ। একই দিনে সকালে ছয় মাসের সাজাপ্রাপ্ত বেগুনিয়া গ্রামের মৃত নিরঞ্জন শীলের ছেলে শ্যামল শীল ওরফে রবিন (৪২) কে নিজ বাড়ি থেকে এবং এক বছরের বিনাশ্রম কারাভোগের সাজাপ্রাপ্ত নুরপুর মালঞ্চি গ্রামের সুবাদ সরকারের ছেলে মুনছুর আলী (৫৫) কে তমালতলা বাজার থেকে আটক করে পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই