নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এউপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর আয়োজন করেন।
এ উপলক্ষে জিমনেসিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সুলতানা, জেলা জাপার সহ-সভাপতি আশরাফুল আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার মূখার্জী, ইনেসপেক্টর তদন্ত স্বপন কুমার চৌধরী প্রমুখ।
আলোচনা শেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই