বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে তৈরি করা শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ও বিধিমালা সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের আয়োজনে রোববার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জন্মের এক ঘণ্টা পর শিশুকে শাল দুধ এবং ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধই খাওয়াতে হবে। ছয় মাসের পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি খাবার দিতে হবে। দুই বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। এছাড়াও গুঁড়োদুধ, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে তৈরি শিশুর বাড়তি খাদ্য বা ব্যবহারের সরঞ্জামের কারণে কোনো শিশু অসুস্থ বা মারা গেলে কোম্পানিকে ১০ বছর কারাদন্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। কোনো স্বাস্থ্যপেশাজীবী বা কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করলে তিন বছর কারাদন্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।
খবর২৪ঘণ্টা.কম/জন