বাগাতিপাড়া প্রতিনিধিঃ ‘শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে নাটোরে বাগাতিপাড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্ব পুর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ও উপজেলা ইমারত শ্রমীক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা ইমারত শ্রমীক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, অটো ভ্যান চালক সমিতির সভাপতি ইমদাদুল হক ,সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, দলিয় ও শ্রামিক নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ