বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু।
ইউএনও অফিস সূত্রে জানাযায়, সরকার কর্তৃক মূল্য তালিকা না টানানোর দায়ে উপজেলার মালঞ্চি বাজারের ফারুক ষ্টোর, তমালতলা বাজারের সিদ্দিক ষ্টোর একই বাজের লক্ষি ভান্ডার, বিহারকোল বাজারের জুয়েল ষ্টোর ও ছাত্তার ষ্টোরকে পাঁচহাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড করেন এছাড়াও মেয়াদ উর্তিন্ন ঔষধ রাখার দায়ে তমালতলা বাজারের জনপ্রিয় ফার্মেসিকে পাঁচ হাজার
টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু জানান মাহে রমজান উপলক্ষে ভেজাল মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে এবং সরকার কর্তৃক মূল্য তালিকা টানানোর জন্য সকল ব্যবসায়িদের মাকিং এর মাধ্যমে অবহিত করা হয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান গুলি আইন অমান্য করায় ভোক্তা অধিকার আইনে তাদের অর্থদন্ড করা হয়েছে। তবে রমজান মাস ব্যাপি এমন অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ