1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগাতিপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাতুড়ি পেটানোর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানব বন্ধন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হাতুড়ি পেটানোর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানব বন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৮

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় চাঁদপুর বিএম কলেজে বহিরাগতদের বেধড়ক হাতুড়ি পেটায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান গুরত্বর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানব বন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজের সামনের রাস্তায় তারা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধনে বক্তব্য দেন প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক খাদেমুল ইসলাম।

এদিকে উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শনিবার সকাল সাড়ে নয়টায় কলেজে প্রবেশ করেন। এর কিছুক্ষনের মধ্যে সাত-আট জন বহিরাগত কলেজে প্রবেশ করে হাতুড়ি দিয়ে লুৎফর রহমানকে বেধড়ক পিটিয়ে দ্রুত চলে যায়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর পরিবেশ শান্ত করতে ওইদিন সেখানে পুলিশ মোতায়েন ছিল। এদিকে ওই কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের নিয়োগ জটিলতা নিয়ে গত বছরের ১৯ জানুয়ারী গভর্নিং বডির সভাপতি তৎকালীন ইউএনও অধ্যক্ষের পদ থেকে তাঁকে অব্যহতি দেয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে লুৎফর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই দুপক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। সবশেষে ওই কলেজের তিনটি কক্ষে তালা দেওয়াকে কেন্দ্র করে গত ২ জানুয়ারী উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনায় মকবুল হোসেন বলেছেন, অধ্যক্ষ পদ থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে এমন কোন চিঠি তিনি পাননি। তবে নিরাপত্তার অভাবে তিনি দীর্ঘদিন থেকে কলেজে প্রবেশ করতে পারেননা। তাছাড়াও লুৎফর রহমানকে হাতুড়ি পেটা সম্পর্কে তিনি কিছুই জানেন না।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST