বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় জোর পূর্বক বৃদ্ধার ঘরের বারান্দা ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানিয় সোহরাবের বিরুদ্ধে । সোমবার দুপুরে এঘটনা ঘটে।
বৃদ্ধা রাবেয়া বিবি ও তার সন্তান শফিকুল ইসলাম জানান উপজেলার চকগোয়াশ মৌজায় মৃত আজিমুদ্দিনের ছেলে জসমত ও রুহুল আমীনের কাছ থেকে সাড়ে নয় শতক এবং মৃত কেদার সরদারের ছেলে সোহরাব এর কাছ থেকে আড়াই শতক মোট বার শতক জমি ক্রয় করে রাবেয়া বিবি। পরে ভুমি অফিসের মাধ্যমে খাজনা খারিজ করে ক্রয় সুত্রে রাবেয়া বিবি প্রায় ২৫ বছর যাবৎ পাকা ঘর নির্মান করে বসবাস করে আসছিল। ক্রয় করা আড়াই শতক জমি ভোগ দখলে থাকলেও সোহরাব তাদের ওই দখল থেকে উচ্ছেদের অপচেষ্টা করে আসছিল দির্ঘদিন থেকেই। সোমবার বৃদ্ধা ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে দুপুরের দিকে সোহরাব বৃদ্ধার ঘরের বারান্দা ভেঙ্গে ফেলে ওই জমি দখলের চেষ্টা করে এমন অভিযোগ বৃদ্ধা রাবেয়া বিবি ও তার সন্তান শফিকুল ইসলামের।
সোহরাব মুঠ ফোন ব্যাবহার না করায় তার ছেলে আশরাফুলের সাথে মুঠফোনে কথা বলে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন রাবেয়া বিবির ঘরের দক্ষিন পাশে যে ঘরের বারান্দা নির্মান করেছে তার সেই জায়গা নিয়ে একাধিক বার গ্রাম্য শালিশ হয়েছে। জায়গাটি তার বাবা সোহরাবের দাবি করেন। তবে সে বাড়িতে না থাকায় প্রাচির ভাঙ্গার ব্যাপারে কিছু জানেননা বলেও তিনি জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ