বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ ” জলাতঙ্ক- অপরকে জানান, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় পালিত হয়েছে বিশ্বজলাতঙ্ক দিবস। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে ও জুনোটিক ডিজিস কন্টল প্রোগ্রাম,সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর বাস্তবায়নে এক র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিমুন্ন চন্দ্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যানবীদ আরশাদ আলী।
অপর দিকে একই স্থানে বিশ্ব হার্ট দিবস পালন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ” আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি এক সাথে”।
খবর ২৪ঘণ্টা/ নই