বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সরকারি আদেশ অমান্যকরে বাল্যবিয়ে দেয়ায় কনের পিতাসহ তিন জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করে।
ইউএনও অফিস সূত্রে জানাযায়, গত সোমবার উপজেলার তমালতলা কাজিরচক মালঞ্চি গ্রামের মাসুদ রানার মেয়ে ও তমালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাসুদা খাতুন (১৪) এর সাথে একই উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের হায়দার আলীর ছেলে হযরত আলীর সাথে বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার। খবর পেয়ে ওই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু’র নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ বিয়ে বন্ধ করে দেয় এবং বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু মেয়ের পরিবার নির্দেশ অমান্য করে ওই দিন সন্ধায় গোপনে উপজেলার যোগীপাড়া গ্রামের তমেজ উদ্দীন শেখের ছেলে শামীম রেজার বাড়িতে মেয়ের চাচা উজ্জল হোসেন কবুল পড়িয়ে বিয়ে সম্পন্ন করে।
বিয়ের পরদিন মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে ইউএনও এর নির্দেশে গ্রাম পুলিশ তিন জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু কনের পিতা মাসুদ রানা (৩৭) ও চাচা উজ্জল হোসেন (২৮) কে ১৫ দিন করে এবং শামীম রেজা (২৭) কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন