বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নিজস্ব ক্যাম্পাসে ফল সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ, পিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মান সম্পন্ন ও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে নিজেদেরকে আলোকিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ, অতিরিক্তরেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, এবং অন্যান্য বিভাগে রশিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক শামীমা নাসরিন। অনুষ্ঠানে নবাগত অনুজ ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় অগ্রজ ছাত্র-ছাত্রীরা। শেষে ছাত্র-ছাত্রীদের বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি ঘুরিয়ে দেখানো হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
খবর২৪ঘণ্টা, /জেএন