বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় রাহেলা বেগম (৫৫) নামের এক নারী গুরুত্বর আহতের খবর পাওয়া গেছে। রাহেলা উপজেলার পাঁকা সাজি পাড়া গ্রামের তাহের শাহ এর স্ত্রী। রোববার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত রাহেলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রাহেলার ছেলে মিন্টু ও স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, গত শনিবার পাঁকা সাজি পাড়া গ্রামের মুদি দোকানদার মিন্টুর স্ত্রী আনোয়ারা একই গ্রামের আব্দুল মতিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতান্ড হয়। তারি জেরধরে পরদিন রোবার রাত আটটার দিকে মুদি দোকানদার মিন্টুর স্ত্রী আনোয়ারা এবং মা রাহেলা বেগম এর সাথে আবার বাকাবিতান্ডে জড়িয়ে পড়ে আব্দুল মতিন। এক পর্যায়ে মতিন চড়াও হয়ে রাহেলা বেগম এর উপর হামলা করে এলোপাতাড়ে মারধর করে। এতে রাহেলা বেগম গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। পরে আহতের অবস্থা আসংকাজনক হওয়াই দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। এব্যাপারে আতের ছেলে মেহের আলী বাদি হয়ে বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।