বাগাতিপাড়া প্রতিনিধি: “দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে মানব বন্ধন করেছে নাটোর বাগাতিপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ।
সমাপনী দিন শনিবার বিকেলে পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজরং লাল আগারওয়ালার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাহাতাব উদ্দিন, পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুল হক প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ