বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় লোকমানপুর রেল স্টেশনের অদূরে অরক্ষিত মাড়িয়া রেল ক্রসিংয়ে মহানন্দা একপ্রেস ট্রেন ও বিস্কুট বহনকারী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ট্রেনের ৯শ’ যাত্রীসহ নসিমন চালকের প্রাণ।
স্থানীয়রা জানান, রোববার সকালে মহানন্দা একপ্রেস ট্রেন লোকমানপুর রেল স্ট্রেশন ছেড়ে যাচ্ছিল। এসময় বেকারী বিস্কুট বহনকারী একটি নসিমন মাড়িয়া রেলগেট পার হওয়ার সময় রেলের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ওই সময় চলন্ত ট্রেনটি এসে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রেনের চালক ট্রেন থামিয়ে দেয়। এদিকে নসিমন চালক উপজেলার খাটখইর গ্রামের রুহুল আমিন সময়মতো নসিমন থেকে লাফিয়ে প্রাণে বেঁচে যান।
লোকমানপুর রেল স্ট্রেশনের বুকিং সহকারী সুব্রত কুমার দাস ও লেবার সরদার রবিউল ইসলাম জানান, রহনপুর থেকে খুলনাগামী ১৬ ডাউন মহানন্দা একপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে লোকমানপুর স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে রেল ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হলে প্রায় পনের মিনিটি রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে লাইন থেকে নসিমন সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। তারা বলেন, ওই ট্রেনটিতে প্রায় ৯শ’ যাত্রী ছিল। তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
এদিকে নসিমন চালক রুহুল আমিন জানান, তিনি তার নসিমনের শব্দের কারনে ট্রেনের শব্দ শুনতে পাননি। এছাড়া রেলগেটটিতে কোন গেট ম্যান না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও পথচারীরা।
এ ব্যাপারে স্থানীয় আসলাম উদ্দিন সরকার জানান, শুধু মাড়িয়া রেলগেট নয় বাগাতিপাড়া উপজেলায় প্রায় ১১টি রেলগেটের মধ্যে একমাত্র মালঞ্চি রেলগেট ছাড়া বাঁকি ১০ টি রেল ক্রসিং অরক্ষিত। ফলে প্রায় দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটে। এ ব্যাপারে তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ