বাগাতিপাড় প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাটিকামারী গ্রামের রমজান আলীর জমি থেকে জোর পূর্বক ধান কেটে নেয়ার অভিযোগ স্থানিয়দের বিরুদ্ধে। শনিবার সকালে এ ধান কেটে নিয়ে যায় স্থানিয়রা।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাটিকামারি গ্রামের মৃত নছিমুদ্দিন মৃধার কন্যা আনোয়ারা বেগম ২১ শতাংশ জমি বিক্রি করেন একই গ্রামের মৃত লয়েজ উদ্দিন মৃধার ছেলে রমজান আলীর কাছে। ক্রয়সূত্রে ওই জমির মালিক রমজান আলী নিজ নামে খাজনা খারিজ করে ভোগ দখলে রাখেন। এদিকে একই গ্রামের মৃত আলাউদ্দিন আল ফারাকীর ছেলে দুলাল উদ্দিন, হেলাল উদ্দিন, আজাদ আলী, শামিম উদ্দিন ও জাহেদ আলীর ছেলে আনিছুর রহমান জোর পূর্বক ১৮ শতাংশ জমিতে ধানের চারা বপন করে। এমন ঘটোনায় রমজান আলী নাটোর আদালতে ১০৭ ধারায় আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক মুচলেকা নিয়ে অভিযুক্ত ওই ৫ জনকে অব্যাহতি প্রদান করেন। প্রতিপক্ষরা পুনরায় শনিবার (২ জুন) জমিতে প্রবেশ করে জোর পূর্বক ধান কেটে নিয়ে গেছে এমন অভিযোগ ভুক্ত ভুগী রমজান আলীর। তিনি বলেন স্থানীয়ার প্রভাবশালী হওয়াই তারা আইনেরও কোন তোয়াক্কা করছেনা এমনকি তাদের বিরুদ্ধে কোন কথা বলাও যাচ্ছেনা।
খবর২৪ঘণ্টা.কম/নজ