বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোর বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে শিশু শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে সপ্তাহের শুরু করা হয়। ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ ট্যাবলেট খাওয়ানো হবে।
সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, পরবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ