বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার নওশেরা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সেতু বিশ্বাস (২৪)। সে ওই এলাকার পুলিশ সদস্য সন্তোষ কুমার বিশ্বাসের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, চার-পাঁচ বছর পুর্বে সেতু মোটরসাইকেল দুর্ঘনার শিকার হয়।
এ ঘটনা পর থেকে তার মানসিক সমস্যা ছিল। প্রায়ই পরিবারের কাছে টাকা-পয়সা চাইতো। শুক্রবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে তার ঘরে শুয়ে পড়ে সে। মধ্যরাতে সবার অলক্ষ্যে বাড়ির ভেতরে উঠানে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তার চিৎকারে বিষয়টি পরিবারের লোকজন টের পায়। এরপর দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন শনিবার সকালে নওশেরা শ্মশান ঘাটে তার দেহ সম্পন্ন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ