বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠিদের তিনমাস ব্যাপি বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়াল সভাকক্ষে ২১ জন শিক্ষার্থীদের মাঝে এই সার্টিফিকেট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ।
জানাযায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “ বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা ” শীর্ষক কর্মসূচির সমতলে অবস্থিত ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নের জন্য উপজেলায় নবনির্মিত হয় আইসিটি প্রশিক্ষন কেন্দ্রে। সেখানে প্রথম ব্যাচের ২১ জন শিক্ষার্থীদের ৩ মাস ব্যাপি বিনা মূল্যে কম্পিউটার বেসিক কোর্স প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে ওই শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করা হয় ।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সূলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার সুমাইয়া শারমিন প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ