বাগাতিপাড়া প্রতিনিধি, উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নয়ন মেলায় নাটোর-১ আসনের সাংসদ এ্যাডঃ আবুল কালাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।এ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেরিনা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান,সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া, ওসি আব্দুলা আল মামুন প্রমূখ।
উক্ত মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন সরকারী দপ্তর, এনজিও সহ সেবামুলক প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ