বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবা সম্রাট জিয়ারুল ইসলাম ওরফে জিয়া (৩৪) কে আটক করেছে মডেল থানা পুলিশ। জিয়া পাশ্ববর্তি লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে। শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলার খাঁটখইর এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ এর এসআই রাকিবুল ইসলাম তার সঙ্গিও ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করে। এনময় উপজেলার খাঁটখইর এলাকার সোহরাবের বাড়ির পাশের রাস্তা থেকে জিয়াকে আটক করে পুলিশ। সেসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার আফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন আটকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত জিযার বিরুদ্ধে লালপুর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।