বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ১৫ পিস ইয়াবাসহ মাজেদুর রহমান মাজদার (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাজেদুর রহমান কালিকাপুর সরকারপাড়া গ্রামের আসকান আলীর ছেলে।
থানাসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল ইসলাম সহ সংগিও পুলিশ জামনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাজেদুর রহমান মাজদার কে আটক করে দেহ তলাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, উপজেলার সর্বত্র বিশেষ অভিযান অব্যাহত আছে তারি অংশ হিসেবে জাহীদ আলীকে ইয়বাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছ এবং তাকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন