বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলা অফিসার্স ক্লাব এর উদ্দ্যোগে ইউএনও কাপ ব্যাটমিন্টন টুর্নামের্ন্ট-২০১৮ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল পাঁচটায় অফিসার্স ক্লাব চত্ত্বরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। এতে স্বাগত বক্তব্য রাখেন টুনামেন্টর আহব্বয়ক ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা । অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, বাগাতিপাড়া পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ হামিদ মিয়া, অফিসার্স ক্লাব এর সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা অফিসার খাদেমুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমূখ।
জানা যায়,টুর্নামের্ন্টে মোট ১৬টি দল অংশ নিবে যার প্রত্যেকটি দলের নামকরন করা হয়েছে উপজেলার ১৬ টি গ্রামের নামের শেষে “পুর” যুক্ত গ্রামের নাম অনুসারে। উদ্বোধনী অনুষ্ঠানের খেলায় অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসারের দল গৌরিপুর এবং উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলীর দল কালিকাপুর।
খবর২৪ঘণ্টা.কম/রখ