বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়াকে স্কাউটস উপজেলা হিসেবে ঘোষনা দেওয়া হয়েছে। উপজেলার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম পরিচালিত হওয়ায় এ ঘোষনা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট সমাবেশ অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এ ঘোষনা দেন। এর মধ্যদিয়ে নাটোর জেলায় এই প্রথম কোন উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে ঘোষনা করা হলো। উপজেলার ১০৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬টি প্রাথমিক বিদ্যালয়, ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসায় স্কাউট কার্যক্রম চলমান রয়েছে।
স্কাউট সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, কাদিরাবাদ ক্যান্টমেন্টের সিইও ড. শাহানুর আলম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ ।
খবর ২৪ঘণ্টা/ নই