নাটোর প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষে নাটোরের বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পায়ে হেঁটে সাধারণ জনগনের মাঝে এই মাস্ক বিতরণ করেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।
তিনি উপজেলার মালঞ্চি বাজার ও পেড়াবাড়িয়া বাজার থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারি, গাড়ি চালক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে নিজ হাতে এই মাস্ক বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এ সময় সংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে সাবান দিয়ে ঘনো ঘনো হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা,বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসা, এছাড়া সরকারি নির্দশনা মেনে চলাসহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ জানান তিনি।
খবর২৪ঘন্টা/নই