বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় গতকাল শুক্রবার বৈকালে চাঁনপাড়া ফেমাস কোচিং সেন্টারে বাগমারা উপজেলার কলেজ, হাইস্কুল, কারিগরী কলেজ ও মাদ্রাসার বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের বাগমারা শাখার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নরদাশ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এসএম সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য গোলাম ফারুক, অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, প্রভাষক মাহাবুবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হিরা বাচ্চু। এছাড়াও অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সাহার আলী, জেলা পরিষদ সদস্য মাষ্টার জাফর আলী, সাবেক যুবলীগ সভাপতি আঃ ছালাম, ভবানীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ফেরদৌস প্রাং, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা জেবাল আহাম্মেদ সহ অনান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে উপস্থিত সদস্য গণের সর্বসম্মতি ক্রমে জামগ্রাম বিএম কলেজের অধ্যক্ষ মেয়র আবুল কালাম আজাদ কে সভাপতি ও ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ বাগমারা শাখার ৭১সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রভাষক মতিউর রহমান মিলন, মিজানুর রশিদ, আঃ জব্বার, প্রধান শিক্ষক কাজী শফিউল আলম, জাহাঙ্গীর আলম, আক্কাছ আলী। যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবু জাফর, কষাধ্যক্ষ রেজাউল করিম, দপ্তর সম্পাদক এসএম মাহাবুবুর রহমান, প্রকাশনা সম্পাদক মাষ্টার নিত্যানন্দ সরকার, প্রচার সম্পাদক আঃ রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক নাজমা খাতুন, আর্ন্তজাতিক সম্পাদক আয়নুল হক, ক্রিড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হারুনুর রশিদ, সদস্য মোজাম্মেল হক, জাফর ইকবাল, মিজানুর রহমান, ছালেক আবেদিন প্রমুখ। সমাবেশ শেষে নব নির্বাচিত সভাপতি সম্পাদক ও অনান্য নির্বাচিত সদস্য বৃন্দ প্রধান অতিথি অধ্যক্ষ এসএম একরামুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
খবর২৪ঘণ্টা.কম/নজ