বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়ছে। পরে তিন সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। গত বুধবার (১১ জুন) বেলা ১১টায় আহŸায়ক কমিটি গঠনের লক্ষ্যে বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক আকবর আলীকে আহŸায়ক, জিল্লুর রহমান দুখুকে যুগ্ম আহ্বায়ক ও নাজিম হাসানকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহŸবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন, জিল্লুর রহমান, গত কমিটির সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাবেক সাধারণত সম্পাদক রাশেদুল হক ফিরোজ, মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক আবু বাক্কার সুজন, মোমিনুল হক সবুজ, এস.এম. সামসুজ্জোহা মামুন, নুর কুতুবুল আলম, হেলাল উদ্দিন, আব্দুল মতিন, রতন কুমার ও ফারুক আহম্মেদ প্রমুখ। তিন সদস্যের আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
খবর২৪ঘন্টা/নই