বাগমারা প্রতিনিধিঃ বাগমারা তাহরপুর পৌরসভার তিন সুইপার পরিবার বাড়িঘর স্থানান্তর ও পূর্ণনিমাণের জন্য পৌর তৈহবিল থেকে দুইলক্ষ টাকা করে মোট ৬লক্ষ টাকা অনুদান প্রদান করলেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুলা আল মামুন।
জানা যায় তাহেরপুর পৌরসভার আয় বৃদ্ধির লক্ষে যথাযর্থ নিয়মে লিজ গ্রহণ পূর্বক পৌর সুপার মার্কেট নির্মাণের জন্য তাহেরপুর বাজারে পিয়াজ হাটায় লিজ কৃত জমিতে মার্কেট নিমাণের জন্য বুধবার ভৃত্তি স্থাপনের জন্য গেলে ঔ খাষ জমিতে বসবাসরত সুইপার পরিবারগুলো তাদের পূর্ণবাসনের দাবি জানিয়ে কাজ করতে বাধা প্রদান করে এবং তাদের পূর্ণবাসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। তার প্রেক্ষিতে গতকাল বৃহঃস্পতিবার তাহেরপুর পৌর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতি পরিবারেক নগদ ২লক্ষ টাকা ও বাড়ি নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বলেন, সুইপারদের অভিযোগ পেয়ে তাহেরপুর পৌর মেয়রকে সাথে নিয়ে অভিযোগ কারিদের সাথে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। অনুদান প্রাপ্তরা হলেন সুইপার শংকর জমাদার, কমল জমাদার ও সুইপার জসদার জমাদার। সুইপার শংকর জমাদার বলেন আমরা নগদ অর্থ ও ঘর নির্মাণের জায়গা পেয়ে খুশি।
খবর২৪ঘণ্টা.কম/নজ