বাগমারা প্রতিনিধি:
রাজশাহী বাগমারা উপজেলা ভ‚মি অফিসে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার লোকজন উপজেলা ভ‚মি অফিসে এসে কাঙ্খিত সেবা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, বাগমারা উপজেলা ভ‚মি অফিসে দীর্ঘদিন যাবত সহকারি কমিশনার ভ‚মি না থাকায় বিভিন্ন রকমের সমস্যায় পড়েছে ভ‚ক্তভোগীরা। সম্প্রতি নতুন একজন সহকারি কমিশনার ভ‚মি যোগদান করলেও ট্রেনিং এ যাওয়ার কারণে ভ‚মি অফিসের কাজ কর্মে স্থবিরতা দেখা দিয়েছে। যদিও উপজেলা নির্বাহী অফিসার সহকারি কমিশনার ভ‚মির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে থাকেন তার একার পক্ষে সবগুলো দপ্তর বিশেষ করে উপজেলা ভ‚মি অফিসের দাপ্তরিক কাজকর্ম সবসময় পেরে উঠেন না। যে কারণে খারিজ, মিস কেসসহ নানাবিধ সমস্যায় পড়েছে উপজেলাবাসী। কানঙ্গ নেই, জমা সহকারি নেই, প্রধান সহকারি নেই, সার্টিফিকেট সহকারি নেই, নাজির
নেই। স্টাফ স্বল্পতার কারণে জনসাধারণকে আরোও বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। দীর্ঘসময় ধরে সহকারি কমিশনার ভ‚মি স্থায়ীভাবে না থাকায় জনভোগান্তি আরো চরম আকার ধারণ করেছে। ফলে জনসাধারণ মাঝে মাঝেই উপজেলা ভ‚মি অফিসে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। এতে করে বিভিন্ন কাজে উপজেলা ভ‚মি অফিসে আসা লোকজনেরা মাঝে মাঝেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, বাগমারা রাজশাহী জেলার মধ্যে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারি উপজেলা হওয়া সত্তে¡ও এখানে ভ‚মি অফিসারসহ নির্ধারিত পদে জনবল না থাকার বিষয়টি যাদের খেয়াল করা দরকার তাদের কোন দায়বদ্ধতা নেই। অনতিবিলম্বে উপজেলা ভ‚মি অফিসের শূণ্যপদে জনবল নিয়োগ দিয়ে জনভোগান্তি অবসানের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
আর/এস