নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বাগমারা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজ্জোহা সরকার বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএম
জিয়াউর রহমান জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দল থেকে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়েও তান মনোনয়নপত্র টিকে যায়। পরে মঙ্গলবার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
খবর ২৪ ঘণ্টা/আর