বাগমারা প্রতিনিধি : বাগমারা উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উন্মুক্ত বাজেট উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ রায়হান উপসচিব ও উপপরিচালক স্থানীয় সরকার রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিজুল হক সরদার ক্যাপাসিটি এন্ড জেন্ডার ডেভোলেপমেন্ট স্পেসালিষ্ট ইএএলজি প্রজেক্ট ঢাকা, নওসিন আফরোজ, নলেজ ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন অফিসার ঢাকা, আবু হেনা মোস্তফা কামাল ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর স্থানীয়
সরকার রাজশাহী, বাগমারা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান। উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। উন্মুক্ত বাজেট সভায় তিনি ২০১৯- ২০২০ অর্থ বছরের জন্য ২৫ কোটি ৮০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ, স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় সংবাদ কর্মরিা উপস্থিত ছিলেন।
আর/এস