1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারা উপজেলায় আ’লীগ রক্ষা কমিটি গঠন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

বাগমারা উপজেলায় আ’লীগ রক্ষা কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মারচ, ২০১৮
khobor24ghonta.com

বাগমারা প্রতিনিধি: বাগমারায় উপজেলা তৃণমূল আ’লীগের নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠন ও বীরমুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বাগমারা উপজেলায় আ’লীগ রক্ষা কমিটি গঠনের লক্ষে এক সভা উপজেলা সদরের একটি কোচিং সেন্টারে শনিবার সকাল-১০ ঘটিকার দিকে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা আ’লীগের অন্যতম সহ-সভাপতি শ্রীপুর ইউ,পি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার সাহার আলী, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য আঃ
জব্বার, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোজাম্মেল হক, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এসএম মামুনুর রশিদ, শুভডাঙ্গা ইউ,পি আ’লীগের সাধারণ সম্পাদক এসএম মাহাবুবুর রহমান, আ’লীগ নেতা নিত্যান্দ সরকার, মতিউর রহমান, রেজাউল করিম শেখ, শহিদুল ইসলাম, আঃ সোবহান, করিম বক্স, যুবলীগ নেতা মোশাররফ হোসেন, ফেরদৌস প্রাং, জালাল উদ্দিন, হাফিজুর রহমান, প্রভাষক আঃ জব্বার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক, আঃ বারী, জাহিদুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা আঃ মজিদ, শিশির, জেবাল আহম্মেদ, সাজেদুর রহমানসহ অন্যান্য
নেতৃবৃন্দ। সভায় মকবুল হোসেন মৃধাকে সভাপতি, প্রধান শিক্ষক আঃ জব্বার কে সহসভাপতি, সুরাত আলী সহঃ সভাপতি, বীরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মামুনুর রশিদ, এসএম মাহাবুবুর রহমান, রেজাউল করিম, ও সাংগঠনিক সম্পাদক, নিত্যান্দ সরকার, মতিউর রহমান মতি, প্রভাষক আঃ জব্বার ও আঃ বারীসহ মোট ১৭১ সদস্য বিশিষ্ট বাগমারা উপজেলা আ’লীগ রক্ষা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি মকবুল হোসেন মৃধা বলেন বর্তমান এমপির স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দূনীতির প্রতিবাদ করায় দলের ৯ জন
নেতৃকর্মীকে বহিস্কার করায় তৃণমূল নেতাকমীরা দুই ভাবে বিভক্ত হয়ে পড়ে এবং সেই থেকে সকল জাতীয় অনুষ্ঠান আলাদা আলাদ ভাবে পালিত হয়ে আসছে। ফলে  তৃণমূল নেতাকর্মীর চাপেয় আজকের এই কমিটি গঠন করা হয়েছে। বর্তমান উপজেলা আ’লীগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতির কারণেই বাগমারায়  আ’লীগ রক্ষা করার জন্যই বাগমারা আ’লীগ রক্ষা কমিটি গঠন করা জরুরী হয়ে পড়ে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার বলেন বর্তমান এমপি এনামুল হক দলের বারোটা বাজিয়ে দিয়েছেন।

আমরা মূল ধারার আ’লীগের তৃণমূল নেতাকর্মীরা দলের এই দুঃসময়ে বাগমারা আ’লীগ রক্ষার জন্য এই কমিটি গঠিত হয়েছে। বর্তমান অবস্থায় জাতীয় নির্বাচনে বাগমারায় আ’লীগের ভরাডুবি নিশ্চিত হবে মনে করেই আমরা আগে থেকেই দলকে রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আগামী জাতীয় নির্বাচনে আমরা আ’লীগের তৃণমূল নেতাকর্মীরা মূল ধারার প্রার্থীকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন এই আশায় করছি। এ প্রসঙ্গে বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কমিটি গঠনের কথা শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন বর্তমানে বাগমারায় এমপিও এনামুল হকের কু-কৃতির কারণে দলের ভরাডুবি নিশ্চিত জেনেই হয়ত তৃণমূল নেতাকর্মীরা দলকে ভালোবাসে বলেই এই কমিটি গঠন করেছে। আমি নবগঠিত কমিটিকে সাধুবাদ জানাই।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST