1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০:৩৯ অপরাহ্ন

বাগমারায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাগমারায় ৫ম শ্রেনীর ছাত্রীকে (১০) যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমারকে তিন বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষক উপজেলার হলুদঘর গ্রামের হেমন্ত প্রামানিকের ছেলে। বিদ্যালয়ের শিক্ষক বিপুল কুমারের জঘন্যতম ঘটনার জন্য অন্যান্য শিক্ষকদের অনত্রে বদলী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের কার্যকরি কমিটি বেঙ্গে দেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এ্যক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার প্রাং তার বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর চেষ্টা করে। শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক বিপুল কুমার প্রাংকে মারধর করে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোকজন ঘটনারস্থলে উপস্থিত হয়ে শিক্ষক বিপুল কুমারকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল কুমারকে জনতার হাত থেকে উদ্ধার করার চেষ্টা করে। প্রথম দফায় পুলিশ ব্যর্থ হয় এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম জানার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং শিক্ষক বিপুল কুমার প্রাংকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের অন্যত্রে বদলী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের কার্যকরি কমিটির পদ বিলুপ্ত ঘোষনা করেন। বিপুল কুমার প্রাংকে কারাদন্ডের বিষয়টি জনগনকে অবহিত করলে উত্তেজিত জনতা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, শিক্ষক বিপুল কুমার প্রাং বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানীলর চেষ্টা করেন। তিনি নিজের দোষ স্বীকার করায় শিক্ষক বিপুর কুমারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর দিকে বাগমারা থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজাপ্রাপ্ত বিপুল কুমারকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST