বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতা সাধারণ। বৃস্পতিবার বাগমারা উপজেলার বিভিন্ন হাট ও বাজারে সরেজমিনে গিয়ে জানা যায় গত কয়েকদিন আগে ১৫০ কেজি পেঁয়াজ থাকলেও হঠাৎ করে তা একদিনের ব্যবধানে ২শ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। অনেকেই রশিকতা করে বলেছেন ধান ১৫টাকা কেজি, পেঁয়াজ ২শ টাকা কেজি এমন দাম আমরা কখনই দেখিনি। সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে পেঁয়াজের এই বাজার। কৃষকরা আক্ষেপ করে বলেছেন আমাদের
টাকা নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মুনফালোভীরা। কম দামে কিনে মজুদ করে এখন সরকারের দুর্বলতায় তারা লাগামহীন ভাবে দাম বাড়িয়ে চলেছে পেঁয়াজের। পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কোন সরকার নাই। সরকার কেবল বিরোধী মত দমনেই ব্যাস্ত রয়েছে। সাধারণ জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। সে কারণে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। স্থানীয় প্রশাসনে সরকারের কোন নির্দেশনা না থাকায় আরোও বেপরোয়ারা হয়েছে মজুদদাররা। অন্যান্য ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা হলেও এ ক্ষেত্রে প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করায় জনসাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আর/এস