বাগমারা প্রতিনিধি:
বাগমারায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ও অপরিকল্পিত যত্রতত্র ইটভাটা নির্মাণের অভিযোগে ১১টি ইট ভাটা ও ১ স’ মিলে অভিযান চালিয়ে ১ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাগমারা উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে ইটভাটা নির্মাণ করে ব্যবসার নামে পরিবেশ দুষণ অব্যাহত রখেছে একটি দুষ্টমহল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদ ভিত্তিতে গতকাল বুধবার রাজশাহী সহকারী কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত আমান অভিযান চালিয়ে
১১টি ইট ভাটা ও ১টি স’ মিলের মালিকের বিভিন্ন অপরাধের দায়ে সর্ব মোট ১ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বিশেষ ভাবে সহযোগীতা করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, অপরিকল্পিত পুকুর খনন ও পরিবেশ দুষণ ইট ভাটা নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/আর