বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় বাসুপাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনাইম হোসেনের ব্যক্তিগত উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে ইউনিয়নের দেউলীয়া চৌরাস্তায় নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নি¤œ আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন। তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় ১ শত ৬৬ পরিবারের মাঝে চাল, ডাল, সাবান এবং তেল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনাইম হোসেন, সেলিম রেজা, ১ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি দুলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।