বাগমারা প্রতিনিধি:
রাজশাহী-৫৫ বাগমারা -৪ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য সাবেক এমপি আবু হেনার মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ দুপুরে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কাছে আবু হেনার পক্ষে ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান টুকু, জেলা বিএনপি’র সহসভাপতি আক্তারুল ইসলাম আকতার, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল, বিএনপি নেতা
মাহাবুর রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা আব্দুস সালাম, রাশেদুল, মজনুর রহমান, জেলা ছাত্র দলের সহসভাপতি মামুনুর রশদি মানুন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, জাফরুল ইসলাম জাফর, ছাত্রদল নেতা আবুহেনা, রিপন, শাহিন, রেজা প্রমূখ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী ও সহকারী রিটানিং অফিসার জাকিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে সাবেক এমপি আবু হেনার পক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র উত্তোলন করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।