রাজশাহীর বাগমারায় নানার বাড়িতে বেড়াতে এসে রাসেল (১২) নামের এক শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) উপজেলার ঝিকরা ইউনিয়নের সেউজ বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো।
জানা গেছে, শিশু রাসেল তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে তার ঘুম ভেঙ্গে যায়। তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করে। আলো জ্বালিয়ে বিছানায় প্রথমে তেলাপোকা দেখতে পায় সে। তেলাপোকার কামড়েই হয়তো ব্যথা করছে এমনটা মনে করে সে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে পায়ে যন্ত্রনা অনুভব করে এবং বালিশের কাছে কিছু একটা অনুভব
করে উঠে আলো জালিয়ে একটি সাপ দেখতে পায়। বাড়ির লোকজন এসে সাপ মেরে ফেলে। পরে পরিবারের সদস্যরা রাসেলকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কোন ভ্যাকসিন না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস/আর