বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সমাজসেবা কার্যালয় হতে বিভিন্ন উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা ও চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। শিক্ষা এবং চিকিৎসা সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার
সরকার, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, বাগমারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সমরেশ কুমার সরকার প্রমুখ। এ সময় ক্যান্সার, কিডনী, স্টোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসা সহায়তায় ৯ জনকে সাড়ে ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৪২ জন বেদে, দলিত এবং হরিজনদের মাঝে ২ লাখ ৫০ হাজার ৮শত টাকার শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ১৯৯ জন বিভিন্ন ভাতাভোগীর মাঝে ১৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা প্রদান করা হয়েছে।
আর/এস